বিপিএলে প্রথম শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি সিলেট বনাম গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েস।
বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।