ডেমরা (ঢাকা) প্রতিনিধি
আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় আওয়ামী লীগের অফিস উদ্বোধনের মাধ্যমে প্রচার প্রচারণা ও ভোট চাওয়া শুরু করেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। বৃহস্পতিবার বিকালে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের রসুল নগর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এদিন সজল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরন করে ও ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করাসহ বাংলাদেশে শেখ হাসিনার চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে প্রচার প্রচারণা চালানোসহ নৌকায় ভোট চান এলাকাবাসীর কাছে। ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও রাকিবুল হাসান তুষারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম, ডেমরা থানা কৃষক লীগের সভাপতি মো. ইসমাইল, আওয়ামী লীগ নেতা মো. আজমত আলী, ৬৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফ ইকবাল, ৬৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মেম্বার ও বাকি বিল্লাহসহ ডেমরা থানা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
সজল বলেন, বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আর শেখ হাসিনা এদেশকে ক্রমেই উন্নত দেশে রূপান্তর করে চলেছেন। ফলে তাদের ঋন এ জাতির পূরণ করা সম্ভব নয়। তাই দেশ ও দেশের মানুষের সার্বিক স্বার্থকে সামনে রেখে শেখ হাসিনাকে আবারও ভোটের মাধ্যমে নির্বাচিত করলে জাতির পক্ষ থেকে কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ হবে।