সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় মো. রাশেদুল ইসলাম রাসেল (২৮) নামে র্যাব সদস্য পরিচয় দানকারী ভূয়া প্রতারককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার দিনগত রাতে চৌরাস্তা সুলতানা কামাল সেতুর পশ্চিমপাড় থানা পুলিশের চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি, ২ টি কালো রঙের পিস্তলের কভার, ১ টি স্টিলের বাটন (লাঠি কভারসহ) ও ২ টি কালো রঙের কাপড়ের ম্যাগি হাতার র্যাব জ্যাকেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার রাসেল ঢাকার বড্ডা থানাধীন আনন্দ নগর স্কুল সংলগ্ন জসিম উদ্দিনের ভাড়াটিয়া ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন ধানুয়া গ্রামের মো. মুসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ডেমরা থানায় রাসেলের বিরুদ্ধে ১৭০/ ১৭১ পেনালকোড, ১৮৬০ ধারায় সরকারি কর্মচারী পরিচয় দান ও পরিধেয় চিহ্ন সংবলিত পোশাক বহন করার অপরাধে মামলা দায়ের করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বুধবার সন্ধার পরে রূপগঞ্জের তারাব এলাকা থেকে লেগুনাযোগে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় আসছিলেন। এ সময় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ওই লেগুনার গতিরোধ করলে রাসেল দ্রুত গাড়ি থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহ হয়। এ ঘটনায় পুলিশ রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে নিজেকে র্যাব সদস্য পরিচয় দেয় পরে যার সত্যতা পাওয়া যায়নি।
রাজধানীর ডেমরায় মো. রাশেদুল ইসলাম রাসেল (২৮) নামে র্যাব সদস্য পরিচয় দানকারী ভূয়া প্রতারককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার দিনগত রাতে চৌরাস্তা সুলতানা কামাল সেতুর পশ্চিমপাড় থানা পুলিশের চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি, ২ টি কালো রঙের পিস্তলের কভার, ১ টি স্টিলের বাটন (লাঠি কভারসহ) ও ২ টি কালো রঙের কাপড়ের ম্যাগি হাতার র্যাব জ্যাকেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার রাসেল ঢাকার বড্ডা থানাধীন আনন্দ নগর স্কুল সংলগ্ন জসিম উদ্দিনের ভাড়াটিয়া ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন ধানুয়া গ্রামের মো. মুসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ডেমরা থানায় রাসেলের বিরুদ্ধে ১৭০/ ১৭১ পেনালকোড, ১৮৬০ ধারায় সরকারি কর্মচারী পরিচয় দান ও পরিধেয় চিহ্ন সংবলিত পোশাক বহন করার অপরাধে মামলা দায়ের করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বুধবার সন্ধার পরে রূপগঞ্জের তারাব এলাকা থেকে লেগুনাযোগে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় আসছিলেন। এ সময় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ওই লেগুনার গতিরোধ করলে রাসেল দ্রুত গাড়ি থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহ হয়। এ ঘটনায় পুলিশ রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে নিজেকে র্যাব সদস্য পরিচয় দেয় পরে যার সত্যতা পাওয়া যায়নি।