নাচ-গান, হাসি-কান্না আর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এইচএসসির ফল উদযাপন করেছেন রাজধানীর শিক্ষার্থীরা। বুধবার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে কলেজগুলোতে উচ্ছ্বাসে যেন রূপ নেয় বাঁধভাঙা জোয়ারে।
অভিভাবক ও শিক্ষকরাও শরিক হন সে আনন্দে। কেউ ‘ভি চিহ্ন’ দেখিয়ে আবার কেউবা সেলফি তুলেছেন। তথ্য-প্রযুক্তির ছোঁয়া লাগায় ভিড় ঠেলে নোটিশ বোর্ডে ফল দেখার চিরচেনা সেই চিত্র দেখা যায়নি। ইন্টারনেটে আগেই ফল জানলেও আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ছুটে আসেন প্রিয় কলেজ ক্যাম্পাসে।
প্রত্যাশিত ফলে যেমন ঝরেছে আনন্দাশ্রু, তেমনি বাঁধভাঙা উল্লাসের আড়ালেও ছিল বেদনার চিত্র। আশানুরূপ ফল না পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন সেখানে।
রাজউক উত্তরা মডেল কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঘুরে দেখা যায়- বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। সহপাঠীরা দল বেঁধে নাচ-গান করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন।
আবারো শতভাগ পাসের সুনাম অর্জন করেছে উত্তরা ৬নং সেক্টরে অবস্থিত রাজউক উত্তরা মডেল কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছে। অর্থাৎ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।