সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় এ প্লাস গার্মেন্ট নামে একটি রপ্তানিমুখী গার্মেন্টের ৮০ লক্ষ টাকার সোয়েটার চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব—৪। এ ঘটনায় আরও ৪ জন পলাতক রয়েছে বলে জানা গেছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার ও শনিবার (৩—৪ফেব্রুয়ারী) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৪ এর পৃথক অভিযানে সিলেট সুনামগঞ্জ, আসুলিয়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দিনগত রাতে ওই গার্মেন্টের প্রশাসক কর্মকর্তা মো. মামুন মজুমদার ডেমরা থানায় গ্রেফতারকৃত ও পলাদকরাসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. সাহেদ ওরফে সাঈদ বদ্দা (৫২), মো. ইমারত হোসেন সজল (৩৪), মো.রাসেল ওরফে আরিফ (২৫) ও ইমাম হোসেন হৃদয় (২৪)। পলাতকরা হলেন— মো. তাওহিদুল কাউসার ওরফে বড় কাউসার (৪২), মো. নাজিম (৩৫), মো. মাসুদ ওরফে মাসুম (৩৫) ও মো. বেলাল হোসেন (৩২)।
র্যাব—৪ ও বাদির বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গাজিপুরে এ প্লাস গার্মেন্ট দীর্ঘদিন ধরে আমেরিকা, ফ্রান্স, অস্ট্রোলয়া, নিউজিল্যান্ড ও জামার্নিসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রস্তুত করা সোয়েটার রপ্তানি করে। ওইসব সোয়েটার চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। গত বছর ২৯ আক্টোবর গাজিপুর ওই গাার্মেন্ট থেকে দেড় কোটি টাকা মূল্যের প্রস্তুত করা সোয়েটার মোট ১৩ হাজার ৯০০ পিস ৩৪৮ কার্টুনে ভর্তি করে কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয় ব্রাজিলে পাঠানোর জন্য। ওইসব সোয়েটার ব্রাজিলে পেঁৗছালে ওখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় সোয়েটার পরিমাণে অনেক কম।
ওসি আরও জানায়, গ্রেফতাকৃতদের স্বীকারোক্তিতে জানা যায়, সংঘবদ্ধ ওই চক্র গাজিপুর থেকে আসা সোয়েটার ভর্তি কাভার্ডভ্যান ডেমরার মীরপাড়াস্থ আয়েশা প্যাকেজিং ভবনের সামনে নিয়ে আসে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে চোরচক্র কাভার্ডভ্যানের বেক ডালার নাট খুলে কাটুর্ন থেকে ৮০ লক্ষ টাকার সোয়েটার চুরি করে। এক্ষেত্রে সিলগালা অক্ষত রেখে পথিমধ্যে কৌশলে নাট খুলে সোয়েটার চুরি করেছে বলে এ প্লাস গার্মেন্ট কর্তৃপক্ষ ব্রাজিলের কর্তৃপক্ষকে শর্ত অনুযায়ী ভর্তুকি দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে।