সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় ছাদ বাগান ফুলের টব ও বালটিতে অবৈধ গাঁজা গাছ রোপন করে চাষ করার অপরাধে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদর ভিত্তিতে পশ্চিম বক্সনগর মনি ভিলার চার তলা ভবনের ছাদ থেকে ওইসব গাঁজার গাছ উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ওই বাড়ীর মালিক হাজী আব্দুল ওহাব (৬৬) ও তার ছেলে মা. মাহমুদুল হাসান (২৯)। এ বিষয় মঙ্গলবার রাতই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, আমরা গোপন সংবাদর ভিত্তিতে জানতে পেরেছি গ্রেফতারকৃত হাজী আব্দুল ওহাব ও তার ছেলে দীর্ঘদিন ধরে তাদের ছাদ বাগানে গাঁজার চাষ করে আসছিল। এতে এলাকায় কৌশলগত ভাবে নিরাপদে গাঁজা চাষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তাই এলাকায় যাতে গাঁজার চাষ বৃদ্ধি না পায় সেজন্য বাবা ছেলে গ্রেফতার করে আদালতে পাঠানা হয়েছে।