
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ভিনদেশী অপসংর্স্কৃতিতে পূরিপূর্ন শিক্ষা কার্যক্রম বাতিতের দাবিতে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র—শিবীর সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সরকার রিরোধী নানা বক্তব্যসহ তাদের হাতে রাষ্ট্র ও মুসলিম জাতি সত্ত্বার চেতনাবিরোধেী বিকৃত ইতিহাস প্রচার বন্ধের দাবিতেও বক্তব্য দেওয়াসহ বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারীরা। রোববার সকালে কোনাপাড়া ফার্মেরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা মো. শাহাদাত হোসেন রিপন নামে এক আওয়ামী লীগ সমর্থককে সামনে পেয়ে আওয়ামী লীগের দালাল স্লোগান দিয়ে মারধর করে। এ ঘটনায় শাহাদাত দৌড়ে পালিয়ে ৯৯৯ এ ফোন দিলে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ শাহাদাতকে উদ্ধার করে। এদিন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করার এক পর্যায়ে দু’টি ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। এ সময় মিছিলে উপস্থিত ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় রোববার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৪৬ জন অজ্ঞাত ১৫০ থেকে ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী শাহাদাত হোসেন। এদিকে রোববার সকালে মিছিলে উপস্থিত ১ নং আসামি রেদওয়ানের (৪২) কাছ থেকে ৩ টি ককটেল, ২ নং আসামি রিয়াজ উদ্দিনের (৫৫) কাছ থেকে ১ টি ব্যানার, ৩ নং আসামি এনামুল কবির কাজলের (৪৪) কাছ থেকে ২৫ পিস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লেখা মাথার ব্যান্ড ও ৪ নং আসামি মো. বাহাউদ্দিন মাতবরের (৪৬) কাছ থেকে ৭ টি লোহার রড উদ্ধার করে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।