
সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় আলী হোসেন (৫০) নামে ওই সিএনজির চালক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আল—আমিন (৩২) নামে ওই ছিনতাই চক্রের এক সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করতে সক্ষম হলেও বাকি ৩ সদস্য পালিয়ে যায়। বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরার মদীনাচত্ত্বর এলাকায় অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার ও সুরতহালসহ সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকালে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে অজ্ঞাত থাকায় গোয়েন্দা পুলিশের ক্রাইম সিন ইউনিট মৃতের আঙ্গুলের ছাপ ও ডিএনএসহ সংশ্লিষ্ট নমুনা সংগ্রহ করে। নিহত আলী হোসেন নারায়ণগঞ্জের শহীদনগর এলাকার হেলাল উদ্দিনের ছেলে। ছিনতাইকারী আল—আমিন জামালপুরের মেলান্দহ থানার শিবপুর গ্রামের সামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে মুক্তারপুর থেকে ৪ জন দুস্কৃতিকারী আলী হোসেনের সিএনজি ভাড়া করে ডেমরার দিকে আসে। এ সময় মদীনাচত্ত্বর এলাকায় আসলে ছিনতাইকারীরা সিএনজি চালকের সঙ্গে ধস্তাধস্তি করে তার হাত পা বেঁধে ফেলে। এ ঘটনায় ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় আলী হোসেনকে সিএনজিসহ উদ্ধার করে ও আল—আমিনকে আটক করে। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই আলী হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন,লাশের গায়ে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি হয়তো শ্বাসরোধ করে আলী হোসেনকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্টে সব জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে