
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় মোছা. নাহার আক্তার (২৮) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়কে কেন্দ্র করে আপন শ্যালককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই লম্পট। এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা গত সোমবার দিনগত রাতে অভিযুক্ত মো. ওয়াসিম উদ্দিন মোল্লার (৪২) ডেমরা থানায় মামলা করেন। ওই রাতেই ডেমরা থানা পুলিশ ডগাইর নতুনপাড়া ইসলামবাগ এলাকায় নিজ বাড়ী থেকে ওয়াসিমকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায়। ওয়াসিম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। তার নামে একাধিক বিবাহ ও শিশু বলাৎকারের অভিযোগসহ থানায় মামলা রয়েছে।
বাদি ও ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ২০১৯ সালের মার্চ মাসে পারিবারিকভাবে ওয়াসিমের সঙ্গে বিয়ে হয় নাহারের। বর্তমানে ওই সংসারে ৩ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। গত কয়েকমাস ধরে ৩ লক্ষ টাকা যৌতুক চেয়ে নাহারের ওপর মানসিক চাপ সৃষ্টিসহ এক পর্যায়ে শারিরিক নির্যাতন চালাতে থাকে ওয়াসিম।
ওসি আরও বলেন, গত ৭ জানুয়ারী বিকালে ওয়াসিম তার স্ত্রীকে একই উদ্দেশ্যে বেধড়ক মারধর শুরু করে। এ ঘটনায় ওই দিনই পিত্রালয় থেকে বাবা—মা সহ বেড়াতে আসা নাহারের ভাইকেও বটি দিয়ে হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে ওয়াসিম। এ সময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে ভুক্তভোগীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।