বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছেই। সেই বিতর্কে নতুন সংযোজন হলো আরেকটি।
টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। বড় পর্দায় তা দেখে ব্যাটসম্যানও আবার ব্যাট করার প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু টিভি আম্পায়ার ঘোষণা করলেন ‘আউট’!
দুর্ভাগ্যজনক এই আউটের শিকার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকির আলি। বোলার ছিলেন ফরচুন বরিশালের অফ স্পিনার ইফতিখার আহমেদ।