তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয় পেতে হলে রেকর্ড গড়তে হতো শ্রীলংকার। ইতিহাস গড়তে নেমে মুখ থুবড়ে পড়ে লংকানরা।
২২৯ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ১৬.৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয় দাসুন শানার নেতৃত্বাধীন দলটি। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৯১ রানের বড় ব্যবধানে হেরে ২-১ সিরিজ হারে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করে করেন কুশাল মেন্ডিস ও দাসুন শানাকা। ২২ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা।
শনিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়ে ভারত। দলের হয়ে ৫১ বলে সাত চার আর ৯টি ছক্কার সাহায্যে ১১২ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।