
সালে আহমেদ,ডেমরাঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ডেমরা থানা শাখার ২০২৩ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব ডেমরা থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ,ডেমরা থানা শাখার সভাপতি – ইসমাইল শিকদার এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুরসালিন মাহতাব এর সঞ্চালনায়, পূর্ণাঙ্গ কমিটি গঠন শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি ইসমাইল শিকদার (সাবেক সাধারণ সম্পাদক), সহ-সভাপতি হাফিজুর রহমান (সাবেক দাওয়াহ সম্পাদক), সাধারণ সম্পাদক মুরসালিন মাহতাব (সাবেক সাংগঠনিক সম্পাদক),সাংগঠনিক সম্পাদক রিয়াদ হুসাইন (সাবেক প্রশিক্ষণ সম্পাদক),প্রশিক্ষণ সম্পাদক আতাউল্লাহ ফিরোজী (মাদ্রাসা ইউনিট শাখা),দাওয়াহ সম্পাদক শরীফ আহমেদ (সাবেক প্রকাশনা ও দফতর সম্পাদক),তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াসিন কোব্বাদি (তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক), দফতর সম্পাদক এম. সজীব আহমাদ (সাবেক অর্থ ও কল্যাণ সম্পাদক), অর্থ ও কল্যাণ সম্পাদক শাহাদত মৃধা (সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক), কওমি মাদরাসা সম্পাদক বাইজীদ আহমেদ (মাদ্রাসা ইউনিট শাখা), আলিয়া মাদরাসা সম্পাদক বেলাল আহমেদ (সাবেক কওমি মাদরাসা সম্পাদক), কলেজ সম্পাদক : রায়হান (সদস্য), স্কুল সম্পাদক তরুন (সদস্য), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক (সাবেক আলিয়া মাদরাসা),কার্যনির্বাহী সদস্য শোয়াইব আহমেদ (মাদ্রাসা ইউনিট শাখা)।