
সালে আহমেদ,ডেমরাঃ
ডেমরার আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর( রবিবার) স্কুলের অডিটোরিয়ামে সকালে পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহিদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক নাজমুল হোসেন ও দিলারার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মামুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে মামুন কবির বলেন,শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে।শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হতে হবে। বেশি জানতে হবে। জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে।এ সময় তিনি শিক্ষক,ছাত্র -ছাত্রী ও অভিভাবকদের উদ্যেশে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদ হাসান বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত।শিক্ষার্থীদের পাশে সর্বদা সাপোর্ট দিতে অভিভাবকদের আহবান জানান।মানসিকভাবে তাদের প্রেসার সৃষ্টি করা যাবে না।উৎসাহ প্রদান করতে হবে।প্রতিটি শিক্ষক-শিক্ষিকা পিতা মাতার অাদলেই সর্বদা শিক্ষার্থীদের পাশে সবসময়ই আগলে থাকে।আপনার সন্তানের সূ-নজর দিতে একমাত্র আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলই প্রতিশ্রুতিবদ্ধ।এসময় তিনি আগামী বছরের পাঠ পরিকল্পনার কথার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডমিন কো-অর্ডিনেটর
সাহিদা আক্তার, রোকসানা আক্তার ও সামির প্রমূখ।
ফলাফল ঘোষণা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উক্ত স্কুলের ছাত্র ছাত্রীরাই গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে