
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যে বিএনপি অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সেই অফিসে তল্লাশি করা হবে, এটাই স্বাভাবিক।
তথ্যমন্ত্রী বলেন, ‘যে বিএনপি অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সেই অফিস যে তন্নতন্ন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করবে, এটাই স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেডও আছে কি না বা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার ফটোর বাক্সের মধ্যে কোনো মারণাস্ত্র ঢুকিয়ে রেখেছে কি না, সেটি তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতেই হয়।’