
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন উত্তরা, ঢাকা এর অভিযানে মো. সিরাজ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য দেড় লক্ষ টাকা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাইটি ওয়াসা রোডস্থ কোয়ালিটি লেইস কারখানা সংলগ্ন থেকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিরাজ ডেমরার পাইটি এলাকার ভাড়াটিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকার মো. শহীদের ছেলে। এ বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আর্মড পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, সিরাজ দীর্ঘদিন ধরে ডেমরার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিল। বর্তমানে ডেমরায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।