
সালে আহমেদ,ডেমরাঃ
শনিবার বিএনপির অনুষ্ঠিত গণসমাবেশের নামে তাদের নৈরাজ্য ঠেকাতে ও মানুষের জান মালের হেফাজতের লক্ষ্যে ডেমরার ১৩ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুশিশের পাশাপাশি কঠোরভাবে অবস্থান কর্মসূচী পালন করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। শনিবার ভোর সকাল থেকেই ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে ডেমরার সুলতানা কামাল সেতু সংলগ্ন চৌরাস্তা ও স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকা থেকে তারা কর্মসূচী শুরু করেন। এ সময় তাদের সঙ্গে একযোগে অংশগ্রহন করেছে স্থানায় যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড কাউন্সিলরগণ, তাঁতী লীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির অপরাজনীতির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভবিষ্যতেও এমন শক্ত অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগ। এদিন নেতাকর্মীরা লাঠি সোটা ও লগি্গ—বৈঠা নিয়েও অবস্থান নিয়েছেন।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর প্রবেশদ্বার ডেমরার সুলতানা কামাল সেতুর পশ্চিম পাড়, রূপগঞ্জের চনপাড়া ব্রীজ দিয়ে ডেমরায় প্রবেশের পথ, স্টাফ কোয়ার্টার, চৌরাস্তা, কোনাপাড়া ও ডেমরা—রামপুরা সড়কসহ অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ১৩ টির পয়েন্টে সতর্ক অবস্থায় ছিল আওয়ামীগের নেতাকর্মীরা। একই সঙ্গে এলাকাতে থানা পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে। এ সময় নেতাকর্মীরা শহেও প্রবেশ করা যাত্রীদের তল্লাশি করে যাদের কাছে বিএনপির ক্যাপ ও গেঞ্জিসহ নানা জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো রেখে দিয়েছে।
এ বিষয়ে ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পালিন বলেন, ‘শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’ এ স্লোগান নিয়ে আমরা আটঘাট বেঁধে মাঠে নেমেছি বিএনপির নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে। যতদিন প্রয়োজন দলীয় নির্দেশনা অনুযায়ী ততদিন আমরা মাঠে একইভাবে অবস্থান নিব। প্রয়োজনে দিনরাত ভাগ করে দুই দফায় রাজপথে থাকব নেতাকর্মীদের নিয়ে। কোনভাবেই বিএনপিকে নাশকতা করার জন্য মাঠে দাঁড়াতে দিবনা।
এ বিষয়ে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, ইতিহাসদৃষ্টে দেখা গেছে বিএনপি সব সময় জালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। আর নাশকতাসহ দেশে বিশৃঙ্খলা ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তারা বদ্ধ পরিকর থাকে। বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ তাদের প্রধান রাজনৈতিক হাতিয়ার। তাই আজকের গণসমাবেশের নামে তারা যাতে কোনভাবেই রাজধানীর প্রবেশদ্বার ডেমরায় কোন প্রকার নাশকতাসহ অরাজগ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে মানুষের জান মালের ক্ষতি করতে না পারে তার জন্য সতর্ক অবস্থানে রয়েছি। এলাকায় শতভাগ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি ডেমরা থানা আওয়ামী লীগ,যুবলীগ, ওয়ার্ড কাউন্সিলররাসহ সহযোগী অংগ সংগঠনের সকল নেতাকর্মীরা ডেমরার ১৩ টি পয়েন্টে অবস্থান জারি রেখেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আজিজ প্রধান, ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দিন আহমেদ, ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক,৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, নাসির উদ্দীন,আবু হানিফ, ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল খাঁন, আরিফুর রহমান আরিফ,৬৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিল,ডগাইর উত্তরের সভাপতি মাহবুব আলম ফয়সাল,সাধারন সম্পাদক
আলাউদ্দিন সাবেক মেম্বার মোতাহার হোসেন,ডেমরা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন রুহুল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাসান অতুল,ফরহাদ সাউদসহ সরকার দলীয় স্থানীয় সকল নেতাকর্মীরা।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, ডেমরা থানা পুলিশ বরাবরের মতো শানিবারও থানা এলাকায় শক্ত অবস্থানে রয়েছে এবং থাকবে। আর যে কোন প্রকার নাশকতা ও নৈরাজ্যসহ বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশ চৌকস ভূমিকায় রয়েছে।