
সংবাদ প্রচার নিয়ে আবারও ঝামেলায় জড়িয়েছে ফেসবুক। এবার তাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের। বিষয়টি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এক আইনের প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে ফেসবুকে শেয়ার হওয়া সংবাদ প্রতিবেদনের বিনিময়ে রাজস্ব নির্ধারণে সংবাদপ্রতিষ্ঠানগুলোকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।
এর আগে অস্ট্রেলিয়াতেও একই ধরনের এক আইন করা হয়েছিল, যারা জেরে ফেসবুক অস্ট্রেলিয়াতে কিছু সময়ের জন্য সংবাদ শেয়ার বন্ধ রেখেছিল।