ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় আবারও অজ্ঞাত অনুমান (২৫) বছরের নারীর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ধার্মিকপাড়া এলাকায় একটি জলাশয় থেকে ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। এদিকে মৃতের শরীর পচে ফুলে ফেঁপে চামড়া খসে পড়ছিল বলে শনাক্তের জন্য লাশের অঙ্গুলের ছাপ সংগ্রহ করতে পারেনি পিবিআই’র ক্রাইম সিন ইউনিট। তবে ডিএনএ নমুনাসহ অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন তারা। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সুরতহাল প্রস্তুতকারী ডেমরা থানার এসআই মোজাম্মেল। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন ২/৩ দিন আগে কোনভাবে ওই নারীর মৃত্যু হয়ে জলাশয়ে পড়ে আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয়রা মনে করেছে কুকুর বা অন্য কোন প্রানী গত ২/৩ ধরে জলাশয়ের মাঝামাঝি ভেসেছিল যা দূর থেকে মানুষ বোঝা যায়নি। সোমবার রাস্তার পাশে জলাশয়ে লাশটি ভেসে থাকতে দেখে সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, পিপিআই’র ক্রাইম সিন ইউনিট লাশের নমুনা সংগ্রহ করেছে শনাক্তের জন্য। আর ময়না তদন্তের ভিত্তিতে এ মৃত্যুর আসল তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।