আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার দুপুরে ফকিরাপুল থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশ সফল করতে মাঠে থাকবে ছাত্রদল। দেশনেত্রীর মুক্তি, গণতন্ত্রের উত্তরণ, ফ্যাসিবাদ রুখে দিতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি রুখে দিতে আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ।