
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে গতকাল বৃহস্প্রতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্য্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানাযায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান হাবিবপুর মৌজায় সিএস এস এ-৩১ দায়ে ও আরএস-৩২২ দাগে ২০ পৌত্তিক শতাংশ(বসৎভিটা) সম্প্রত্তি ভোগ দখল করে আসছেন। একই এলাকার মৃত হাজী মোস্তফা মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে লিটন, ওবায়দুল ইসলাম, এমদাদুল ইসলাম, আইনুল ইসলাম, সাত্তার মিয়ার ছেলে শাহজালাল মিয়া, মতিউর রহমানের জায়গা জোড় পূর্বক দখল করে ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মতিউর রহমান জানান, আমাদের পৌত্তিক সম্প্রত্তি জন্মের পর থেকে ভোগ দখল করে আসছি। সম্প্রতি হাবিবুর রহমানের নেতৃত্বে কতিপয় এলাকার চিহিৃত সন্ত্রাসী আমার মালিকানাধিন জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ জোড়পূর্বক কেঁটে নিয়ে ভবন নির্মাণ করে ফেলছেন। জমির বিষয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা থাকার পরও তারা শক্তি প্রদর্শন করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য র্যাব-১১, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি বলেন, উল্লেখিত সন্ত্রাসীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধা না রেখেই আমার জমিটি দখল করার চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীরা আমিসহ আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচেছ। এতে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ও আতংকে দিন কাটাচ্ছি। তারা যে কোন সময়েই আমাদের জান মালের ক্ষতি সাধণ করতে পারে বলে আমরা আতংকিত আছি। আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা কারছি।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান, ওবায়দুল হক ও এমদাদুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে জমিতে কাজ বন্ধ করে দিয়েছি। উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। থানা বসে সকলকে নিয়ে এর মির্মাসার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, এ বিষয়ে মতিউর রহমান একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষকে ডাকা হবে। আইনশৃংখলা রক্ষার স্বার্থে আমরা সকলের আইনের প্রতি শ্রদ্ধশীল হউন।