
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে আগামীকাল শনিবার। তবে এর এক দিন আগেই আজ শুক্রবার জেলা সদরের টাউন হল মাঠ দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মাঠে নেতা-কর্মীরা মিছিল করছেন, সেখানেই চলছে খাওয়াদাওয়ার ব্যবস্থা। সমাবেশস্থলে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার।
আজ সকাল নয়টায় কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে দেখা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত নেতা মনিরুল হক (সাক্কু) মাঠের পূর্বপাশে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে নিজের অনুসারীদের নিয়ে অবস্থান করছেন। সেখানে খিচুড়ির প্যাকেট বিলি করছিলেন তিনি।
মনিরুল হক বলেন, ‘তিন হাজার প্যাকেট খিচুড়ি সকালে বিলি করেছি। নামাজও এই মাঠে হবে। এখানে আমি সমাবেশের শেষ পর্যন্ত থাকব। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত তিনটা পর্যন্ত এখানে ব্রাজিল ও সার্বিয়ার বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছি।’