
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজু। তিনি সাজু ডেভেলপারস লিমিটেড এর ব্যব¯’াপনা পরিচালক। গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা কার্য্যালয়ে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার নাম ঘোষনা করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মশিউর রহমান পিপিএম। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে থানা প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার। এসময় আরো উপ¯ি’ত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। এসময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মশিউর রহমান বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মাদকমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা গড়ার লক্ষ্যে ইভটিজিং ও কিশোর গ্যাং নিরসনের পুলিশের পাশাপাশি সমাজের সমাজ সেবকরাও কাজ করবে এমনটাই লক্ষ্যে কমিউনিটি পুলিশের। আমরা যারাই ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সদস্য হবো নেতা হবো প্রত্যেকেরই সামাজিক দায়িত্ববোধসহ সমাজের সকল ভালো কাজে এগিয়ে আসবেন এবং অপরাধের বিরুদ্ধে সো”চার থাকবেন। অপরাধীদের বিরুদ্ধে আমাদের সঠিক তথ্য দিবেন। একটি সুন্দর সমাজ গড়ার লক্ষে আমরা সবাই একযোগে কাজ করব।
এসময় ৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শাহজাহান সাজু বলেন, ওয়ার্ডের সকল অপরাধের বিরুদ্ধে আমি সবসময় সো”চার ছিলাম আগামীতে দায়িত্ব আরো বেড়ে গেল। ওয়ার্ডের মাদক ব্যবসায়ী, মাদক সেবক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে ওয়ার্ডের নবীন, প্রবীনদের নিয়ে একসাথে প্রতিরোধ গড়ে তুলব। একটি সুন্দর সমাজ বিনির্মানে একসাথে কাজ করবো। তিনি বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড হবে শান্তিময় ওয়ার্ড। তিনি বলেন, অপরাধীরা কখনোই শক্তিশালী নয়। সমাজের সকলে একসাথে মিলিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা কখনোই অপরাধ করে বেড়াতে পারবেনা। অভিভাবকরা সচেতন হলে তার সন্তানেরা কখনোই অপরাধের সাথে জড়িত হবেন না। আমরা সমাজকে সচেতন করার পাশাপাশী সবসময় অপরাধীদের বিরুদ্ধে অব¯’ান নিবো। একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করব।