আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় কী ঘটতে যাচ্ছে, এই আলোচনা এখন সর্বত্র। এখন পর্যন্ত আওয়ামী লীগের যে প্রস্তুতি, তাতে ক্ষমতাসীন দল ও বিএনপির মধ্যে মুখোমুখি অবস্থানেরই আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি তাদের ঘোষিত গণসমাবেশ যাতে রাজধানী ঢাকার বাইরে সরিয়ে নেয়, আওয়ামী লীগের পক্ষ থেকে সেই বিষয়ে একধরনের বার্তা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে, বিএনপি নয়াপল্টনেই তাদের গণসমাবেশ করবে। এ ক্ষেত্রে ‘সতর্ক পাহারা’র নামে আওয়ামী লীগ ঢাকাকে মোটামুটি অবরুদ্ধ করে ফেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের কিছু বেশি সময় বাকি। এত আগেই প্রধান দুই দলের মুখোমুখি অবস্থান দেশের রাজনীতিকে কোথায় নিয়ে যায়—এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনাকল্পনা। আর শঙ্কা জাগাচ্ছে ঢাকাবাসীসহ সারা দেশের মানুষের মনে।