সয়াবিন তেল ও চিনির মূল্যবৃদ্ধির নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
শুক্রবার (১৮ নভেম্বর) দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তারা বলছেন, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বৃদ্ধি ও প্যাকেটজাত চিনির দাম ১৩ টাকা বৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলবে। এই পণ্য দুটির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক ও জনস্বার্থবিরোধী।
বিবৃতিতে আরও বলা হয়, দফায় দফায় তেল ও চিনির দাম বাড়ানো জনগণের ওপর নির্যাতন ছাড়া কিছুই না। বর্তমান দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ ব্যবসায়ীরা দাম আরও বাড়ানোর জন্য সক্রিয় হয়ে উঠেছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য চাপ তৈরি করবে।