সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে পরপর ৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ডগাইর বাজার এলাকার স্থানীয় আওয়ামী লীগ অফিসে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুকলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তবে এ বিষয়ে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০ টার দিকে আওয়ামী লীগের ওই অফিস থেকে আড্ডা শেষে বাড়ী ফিরছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সিফাত সাদেকীন চপল, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজু, যুবলীগ নেতা মামুন ভূঁইয়া,দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
শিপন চৌধুরিসহ কয়েকজন। পরবর্তীতে বিএনপি জামাতের দোসররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের।
এদিকে মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সম্পাদক আবদুল মান্নান সরকার,৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মনির হাজী,ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান,৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সভাপতি মাহবুব আলম ফয়সাল, শাহীন মুন্সি ও সাধারণ সম্পাদক দেলোওয়ার ও মোতাহার হোসেন,৬৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ মিয়া,ডেমরা থানা তাতীলীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব,৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম অাবুলসহ নেতাকর্মীরা।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পি.পি.এম) বলেন, বোমা বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।