ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্কের কথা সবার জানা। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে দুই প্রতিবেশীর মধ্যে প্রায়ই যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়। এই বৈরী সম্পর্কের কোপটা পড়েছে ক্রিকেটে। অনেক বছর ধরেই আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত–পাকিস্তানকে মুখোমুখি হতে দেখা যায় না।
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনাসূচিতে (এফটিপি) দুই প্রতিবেশী দেশের সিরিজও রাখা হয়। কিন্তু ওই পর্যন্তই। এসব সিরিজ আর মাঠে গড়ায় না। সাদা বলে ভারত–পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলার এক দশক হতে চলল।