সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় একটি ভেজাল ঘি কারখানায় অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশের (ডেমরা জোনাল টিম—ওয়ারী বিভাগ)। এ সময় ভেজাল ঘি প্রস্তুত করার অপরাধে দুই জনকে গ্রেফতার করার পাশাপাশি ভেজাল ঘি ও ঘি তৈরীর মেশিনসহ নানা সরঞ্জামাদিসহ জব্দ করা হয়। মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে ডগাইর পূর্ব পাড়া এলাকার জনৈক আব্দুর রহিমের বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শরিয়তপুরের নড়িয়া থানার কাঠগুলি গ্রামের আব্দুল মান্নান পাইক’র ছেলে মো. মামুন পাইক ৯৩৭) ও ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলের ইনপট্টি এলাকার আসান উল্লাহ খানের ছেলে মো. সাব্বির (২৫)। এ ঘটনায় ওই ঘি কারখানার মালিক মামুন পাইক’র ভাই মো. নুরু পাইক ও একই এলাকার দিনারা গ্রামের আবু পালানের ছেলে শাহজাহান (৪৫)। এরা ডেমরার ডগাইর পূর্ব পাড়া এলাকার আব্দুর রহিমের বাড়ীর ভাড়াটিয়া। এ বিষয়ে বুধবার সকালে ডেমরা থানায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত ও পলাতকরা দীর্ঘ দিন ধরে ভেজাল ঘি প্রস্তুত করে বিভিন্ন নামি দামি কোম্পানির লেভেল ব্যবহারের মাধ্যমে বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।