
ডেমরা (ঢাকা) প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরায় নতুন বিদ্যুতের খুঁটি স্থাপন ও লাইনের কাজ করতে গিয়ে মো. শাহীন মিয়া (২৫) নামে এক ইলেক্রটিক মিস্ত্রী’র মৃত্যু হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার দিনগত রাতে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন মৃতের মামা। ওই দিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শাহীন ডেমরার আমতলা আলহেরা স্কুল সংলগ্নে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হলে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। শাহীন গাইবান্ধার সাদুল্লাপুর থানার মধ্য ভাঙ্গামুড থানার ফুল মিয়ার ছেলে।
মৃতের পরিবারের বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শাহজাহান বলেন, নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে শাহীন ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ছিটকে নিচে পড়ে যায়। এ ঘটনায় শাহীনের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে চামড়া ছিলে যায়। মঙ্গলবার রাতেই ময়না তদন্তের জন্য লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান।