ইরান মানবাধিকার সংস্থা (আইএইচআর) বুধবার জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২০১ জন মানুষ নিহত হয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। কুর্দিস্তানে গত তিনদিনে কতজন হতাহত হয়েছে সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তারা সতর্কতা দিয়ে বলেছে, কুর্দিস্তানে খুব শিগগিরই একটি দমন অভিযান শুরু হবে। বিশেষ করে কুর্দিস্তানের রাজধানী সানানদাজে এটি হবে।
এখনই এ নিয়ে হস্তক্ষেপ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম।
তিনি বলেছেন, কুর্দিস্তানে আরও হত্যাকাণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে