নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রায় এক মাস পর বৃহস্পতিবার দেশে ফিরেছিলেন লামিচানে। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
নেপাল ক্রিকেট দলের অধিনায়ক ও তারকা এ লেগ স্পিনারের বিরুদ্ধে কদিন আগে ধর্ষণের অভিযোগ তোলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ধর্ষণের শিকার কিশোরী জানিয়েছেন, তিনি সন্দ্বীপ লামিচানের ভক্ত। বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনারের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে যোগাযোগ হতো। লামিচানেই প্রথম তাকে দেখা করার প্রস্তাব দেন।