
পঞ্চগড়ে নৌকা ডুবিতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো উদ্ধার কাজ চলমান আছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা হতে বিকাল তিনটার মধ্যে বোদা উপজেলার মারেয়া এলাকার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, শতাধিক যাত্রী নিয়ে পারাপারের সময় নৌকাটি মাঝখানে ডুবে যায়।পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বোদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, এপর্যন্ত শিশু ৮ জন মহিলা ১২ জন পুরুষ ৪ মোট ২৪ ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলেমান আছে।