এসএসসি পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশ অনুযায়ী গত সোমবার থেকেই কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু ময়মনসিংহে সে নির্দেশ মানা হচ্ছে না।
ময়মনসিংহ নগরের বাউন্ডারি রোডে রয়েছে কয়েক শ কোচিং সেন্টার। যে কারণে নগরের ওই এলাকাকে অনেকেই ‘কোচিং পাড়া’ নামে ডাকেন। গতকাল মঙ্গলবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, বেশির ভাগ কোচিং সেন্টার খোলা রয়েছে। বাউন্ডারি রোডে এবং বাউন্ডারি রোড থেকে যাওয়া বিভিন্ন গলির মোড়ে মোড়ে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। এ সময় একাধিক অভিভাবকের সঙ্গে কথা হলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোচিং সেন্টারগুলো থেকে বন্ধের কথা বলা হয়নি। যে কারণে তাঁরা সন্তানদের নিয়ে এসেছেন।