সালে আহমেদ,ডেমরা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরার ৭০ নং ওয়ার্ডের উদ্যােগে আলোচনা সভা,মিলাদ ও তবারক বিতরণ করা হয়।
২২ আগষ্ট (সোমবার)বিকেলে আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় অালোচনা সভা,মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়।
ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিকের৷ সার্বিক তত্তাবধানে উক্ত শোক দিবস অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী । প্রধান বক্তা ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা-০৫ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনুরুল ইসলাম মনু।
এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু,সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,৭০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবু,আনিছ মাদবর ও নওশের আলী সাদ।