৬৬ নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর মতিন সাউদ
আপডেটঃ জুলাই ৯, ২০২২ | ১২:৫৯ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা –২০২২ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিন সাউদ।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় ৬৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মতিন সাউদ বলেন ঈদুল আজহা মুসলিম জাতির জন্য আনন্দের।তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।তিনি আরো বলেন প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে ।শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
কাউন্সিলর আরো ও বলেন বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে গত দুই বছর পরিপূর্নভাবে ঈদ পালন করতে পারে নি মুসলিম জাতি তাই এবারের ঈদটি অন্যরকম ।এবার আপনারা সবাই স্বত্বস্ফুত ভাবে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজনদের পাশে দাড়িয়ে ঈদুল আজহার আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলেন।ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা ।৬৬ নং ওয়ার্ডের সকলকে জানাই ঈদ মোবারক।
[novashare_inline_content]