নিউজ ডেস্কঃ
ঢাকা মহানগর দক্ষিনের ডেমরা থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ খান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের পক্ষে ডেমরা বাসীকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় আসিফ খান সকলকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানান। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
এক শুভেচ্ছা বার্তায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, ঈদ উল আযহা বা ঈদ উল আজহা বা ঈদ উল আধহা ত্যাগের উৎসব’,ইসলাম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি।চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আযহা মূলত আরবী বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহা’র নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী উট, গরু,ছাগল, ভেড়া ও মহিষ আল্লাহর নামে কোরবানি করে।
ঈদুল আযহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করবেন