সালে আহমেদ,ডেমরাঃ
আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করেছে ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ।২৩জুন(বৃহস্পতিবার) বেলা ১১ টায় ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা বাবুলের উদ্যোগে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুই শতাধিক এতিম ও দলীয় ৫ শতাধিক নেতাকর্মীদের মাঝে খাবার বিতরন করা হয়। এর আগে ৭৩ পাউন্ডের কেক কেকে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
একইসাথে অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলা হয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাই দেশের সবচেয়ে বড় সম্পদ। পাশাপাশি বন্যাকবলিত সিলেটবাসীর জন্যও দোয়া করা হয়।
মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: সোহেল খাঁন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, ৬৬ নং ওয়ার্ড বামৈল উত্তর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: নাসির উদ্দীন(নাসির মেম্বার), ডগাইর উত্তর ইউনিটের সভাপতি মাহবুব ফয়সাল,৫, ৬ ও ৭ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, মোহাম্মদ শামীম, মিয়া মোহাম্মদ হুমায়ুনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।