সালে আহমেদ,ডেমরাঃ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে আগামী ১০ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। মঙ্গলবার দিবাগত রাতে হাজী নগর হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওই সংগঠনের সহ-সভাপতি শরফুদ্দিন আহম্মেদ সেন্টু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সংগঠনটির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, কার্যকরী সদস্য সালাউদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ.এম শরীফুল ইসলাম শরীফ, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক এস,কে বাদল, সদস্য সৈয়দা রোখসানা ইসলাম চামেলী, খন্দকার তানভীর মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৪,৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, মাহমুদুল হাসান পলিন, হাজী সালাহ্ উদ্দিন আহমেদ, আতিকুর রহমান আতিক, সাবেক ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারন সম্পাদক আবুল বাশার, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা।