
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ডেমরায় সামাজিক সংগঠন ‘বড়ভাংগা যুব সংঘ’ এর সাধারণ সভা ও দোয়া মাহফিল ৩ জুন শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার গোলাম মোস্তফা খোকন। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম বাবলুসহ আরও অনেকে।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বড়ভাংগা যুব সংঘের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সঞ্চালনায় ছিলেন জেড, এইচ শিকদার আজাদ ও মোঃ আনিসুল হক। এর আগে সদ্য প্রয়াত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জসীম উদ্দীন ও গাজী মোঃ মহসিনসহ প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনায় সংগঠনের সকল শ্রেণির সদস্যবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংগঠনের উৎকর্ষ সাধনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সকল সাধারণ সদস্যের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং তালুকদার গুলাম মোস্তফা খোকনকে আহবায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।