সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ডেমরায় হারিয়ে যাওয়া জামিউল ইসলাম হুজাইফা (৫) নামে একটি শিশুকে তারা পরিবারের কাছে ফিড়িয়ে দিয়েছে ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ছেলেটির বাবা আব্দুল হান্নানের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। হুজাইফার পরিবার রামপুরা থানাধীন দক্ষিণ বনশ্রী মসজিদ মার্কেট এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ী নাটোরের লালপুর থানার নয়াপাড়া গ্রামে।
এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের টিআই জিয়া উদ্দিন খাঁন বলেন, সোমবার বিকাল ৫টার দিকে হুজাইফাকে চৌরাস্তা শহীদ মিনার এলাকায় কান্না করতে দেখেন দায়িত্বরত সার্জেন্ট ইয়াসিন মিনা ও সার্জেন্ট মনিরুল ইসলাম। এদিকে জিজ্ঞাসবাদে ছেলেটি শুধু তার নাম জামিউল বলে জানালেও অন্য কোন তথ্য দিতে পারছিলোনা। আশপাশে অনেক খোঁজাখুঁজির পর আমরা ছেলেটিকে ডেমরা থানায় হস্তান্তর করে দেই।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, ছেলেটিকে থানায় আনার পর আমরা তাকে শান্তনা দিলে তখন সে শুধু বলে তার বাড়ি তালতলায়। এ সময় ডেমরা থানার এসআই সাদ্দামকে ক্ষিলগাঁও তালতলায় পাঠানো হলে সেখানে মসজিদের মুসল্লিরা মাইকিং করে। এদিকে এসআই সাদ্দাম থানায় আসতেই আমরা সন্ধান পেয়ে যাই তার পরিবারের। এদিকে সোমবার বিকালে হুজাইফা মায়ের সঙ্গে দক্ষিণ বনশ্রী এলাকায় ঘুরতে এসে হারিয়ে কোনভাবে ডেমরায় চলে আসে ছেলেটি। তখন তার বাবা-মার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে সঠিকভাবে বলতে পারছিল না।