ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় আশা (২৪) নামে ৩ থেকে ৪ মাসের এক অন্ত:সত্ত্বা স্ত্রী বদৈ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পূর্ব হাজীনগর আইডিয়াল আল জাফর মাদ্রাসা ভবনের দ্বোতলা থেকে মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আশা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের আলী হোসেন প্রধানের মেয়ে।
মৃতের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, মৃতের স্বামী সাদ্দাম মালয়েশিয়া ফেরত। প্রেমের সম্পর্কের মাধ্যমে বিগত ২০১৯ সালে মোবাইলে তাদের মধ্যে বিয়ে হয়। এদিকে করোনা পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত অর্থিকভাবে বিপর্যস্ত সাদ্দাম ককশিটের ব্যবসা বন্ধ করে বর্তমানে অটোরিকশা চালানো শুরু করেন। এদিকে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত বাকবিতন্ডা ও পারিবারিক কলহ লেগেই থাকতো। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এ ঘটনা সাদ্দাম আশার পরিবারকে জানায়। এতেই ক্ষিপ্ত হয় আশা।
তিনি আরও বলেন, মঙ্গলবার ফজরের নামাজ শেষে সাদ্দাম কাজে বেরিয়ে পড়লে আশাও তার রুমে শুয়ে পড়েন। পরবর্তীতে নাস্তার জন্য শ্বাশুরী আশাকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোন শব্দ পাওয়া যায়নি। এ সময় দরজা সজোরে ধাক্কা দিয়ে দেখা যায় আশা ঝুলে আছে। এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।